খাগড়াছড়িতে দরিদ্র ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
মুন্নি আক্তার: আজ সমবার (২৭ জুলাই) খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে করোনা কোভিড-১৯ মহামারী উত্তরণে দরিদ্র ও কর্মহীন হয়ে পরা ১৮০০ পরিবারের মাঝ পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও পুুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্ভাস্ত নির্দিষ্টকরণ বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এছাড়া উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্যগণ মংসুইপ্রু চৌধুরী অপু, এড.আশোতোষ চাকমা, পার্থ ত্রিপুরা জুয়েল, খোকনেশ্বর ত্রিপুরা ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম সহ অন্যন্যরা।