খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ১বছরের সাজা
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পৌর সদরের মেহেদীবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে ১বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭অক্টোবর) রাত সাড়ে ৮টায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকালে মেহেদীবাগে তার নিজস্ব স-মিল থেকে সেলিম উদ্দিন(৩২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ১০পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান শাকিল।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১বছরের কারাদণ্ড ও ১০০টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান শাকিল বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।
অভিযানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ আবুল কালাম আজাদসহ পুলিশ ফোর্স।