রাঙ্গুনিয়ায় কঠিন চীবর দান অনুষ্টানে শীলানন্দ স্থবির মানব কল্যাণে কাজ করা বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় বুদ্ধ মহাধাতু চৈত্যে বৌদ্ধদের ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মরিয়মনগর ইউনিয়নে গুমাইবিল বুদ্ধ মহাধাতু চৈত্য প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠানে ধর্মীয় আচার অনুষ্ঠানের পর বিকেলে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন বুদ্ধ মহাধাতু চৈত্যের প্রতিষ্ঠাতা ও ধর্মীয় অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক শীলানন্দ স্থবির।

বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা ভাইচ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক পূর্ন চন্দ্র মুৎসুদ্দী, সভাপতি রূপায়ন বড়–য়া, সাধারণ সম্পাদক এডভোকেট জয় বড়–য়া, যুগ্ম সম্পাদক সুব্রত বড়–য়া প্রমুখ।

অনুষ্টানের সভাপতি ও প্রধান ধর্মদেশক শীলানন্দ স্থবির বলেন, মানব কল্যানে কাজ করা বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। পৃথিবীর সকল জীবের সেবার জন্য পৃথিবীতে আগমন। তাই জীব হত্যা করা যাবেনা। মানুষকে সুখ দিতে না পারলেও কষ্ট দেয়া যাবেনা। নিজেকে প্রকৃত মানুষ হিসেবে আচার আচরণে বুঝাতে হবে।

Read Previous

খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ১বছরের সাজা

Read Next

মাটিরাংগায় ভারতীয় শাড়ী, ঔষধসহ আটক ২