• November 21, 2024

মানিকছড়িতে নব নির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দদের সংবর্ধনা

 মানিকছড়িতে নব নির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: মানিকছড়ি প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে যৌথভাবে একতা ক্লাব ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সোসাইটি । শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় একতা ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত মানিকছড়ি প্রেসক্লাব সভাপতি মো.মাঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে হাতে ফুল দিয়ে মানিকছড়ি প্রেসক্লাবের নতুন কমিটিকে শুভেচ্ছা জানায় সংগঠনগুলো।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি সামায়ন ফরাজী সামু,যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল,বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সোসাইটির সভাপতি ডাঃ অমর দত্ত, সাধারণ সম্পাদক রমজান হোসেন,একতা ক্লাবের সাবেক সভাপতি নাসির হোসেন, সাবেক সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক হানিফ মিয়া প্রমূখ।

উল্লেখ্য যে- মানিকছড়ি প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দ্বি- বার্ষিক নির্বাচন-২১ উৎসবমূখর পরিবেশে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ১১টি পদের মধ্যে সভাপতিসহ ৭টি পদে সকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

একমাত্র সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত ভোটে ৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মান্নান। অপর দুই প্রার্থীর মধ্যে এইচএম আলমগীর হোসাইন পেয়েছেন ৪ ভোট এবং মোঃ শহীদুল ইসলাম পেয়েছেন ২ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মানিকছড়ি প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। মানিকছড়ি প্রেসক্লাবের বর্তমান সদস্য ১৬জন ভোটারের মধ্যে ১৫ জন ভোটাধিকার প্রয়োগ করে, শুধু সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট প্রদান করেন।

অপরদিকে সভাপতি, সহসভাপতি ও সাংগঠনিকসহ ৭টি পদে সকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৬ আগস্ট বিকাল সোয়া ৩ টায় অনুষ্ঠিত ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার এসএম জাহাঙ্গীর আলম, কমিশনার মোঃ মনির হোসেন ও সহকারী কমিশনার মোঃ রবিউল হোসেন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। এতে সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রতিক- ল্যাপটপ পেয়েছেন ৯ভোট। এইচএম আলমগীর হোসাইন,প্রতিক কলম পেয়েছেন ৪ ভোট এবং মোঃ শহীদুল ইসলাম প্রতিক- ক্যামরা পেয়েছেন ২ ভোট।
নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ জসিম উদ্দীন মজুমদার।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি আব্রে মারমা, সাংগঠনিক সম্পাদক চিংওয়ামং মারমা মিন্টু, অর্থ সম্পাদক মোক্তাদীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আকতার হোসেন, দপ্তর পাঠাগার সম্পাদক কাউছার হামিদ আপন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post