• December 12, 2024

মানিকছড়িতে করোনা সংক্রমণরোধে প্রশাসনের তৎপরতা অব্যাহত

 মানিকছড়িতে করোনা সংক্রমণরোধে প্রশাসনের তৎপরতা অব্যাহত

মানিকছড়ি, প্রতিনিধি: করোনা সংক্রমণরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে মানিকছড়ি উপজেলা প্রশাসন। পুলিশ, সেনাবাহিনীর তৎপরতাও রয়েছে মাঠ পর্যায়ে।

৭ আগস্ট শনিবার সকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ। বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে বেশ কয়েকজনকে জরিমানা ও মাস্ক বিতরণ করেন।

এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। নিয়মিত মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বাধ্য করা হচ্ছে। পাশাপাশি অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। আর এসব কিছু অমান্য করে যারা ঘর থেকে বের হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post