• December 22, 2024

মোমবাতি তৈরী ও মাশরুম চাষের ৫দিনের প্রশিক্ষণ শুরু

 মোমবাতি তৈরী ও মাশরুম চাষের ৫দিনের প্রশিক্ষণ শুরু

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে মোমবাতি তৈরী ও মাশরুম চাষের ৫দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলার সমবায় কার্যালয় আয়োজনে  ২৯ মে রবিবার সকাল ১০টায় উপজেলার গচ্ছাবিল এলাকায় দি মারমা কো অপারেটিপ ক্রেডিট ইউনিয়নের সভাকক্ষে এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। উক্ত ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সুইচিংপ্রু মারমা এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাবায় অফিসার আশীষ কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. আয়ুবুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কৃষক সহায়ক এম.জুলফিকার আলী ভূট্টো।

এসময় মোমবাতি তৈরীর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন নিপু ত্রিপুরা এবং মাশরুম নিয়ে আলোচনা করেন আঁখি চাকমা। আলোচনার শেষে হাতে কলমে শিখানোর ব্যবস্থা করা হয়েছে। ২৯মে থেকে ২মেপর্যন্ত পাঁচদিন দিন ব্যাপি চলমান এ প্রশিক্ষণে উপজেলার ৫টি সমবায়ের মোট ২৫ জন বেকার যুবক যুবতী অংশগ্রহণ করছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post