লক্ষ্মীছড়িতে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার পেলো আরো ১৭৪টি পরিবার
স্টাফ রিপোর্টার: মুজিববর্ষ উপলক্ষে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে(২য় ধাপে) ভূমিহীন ও গৃহহীন ১৭৪টি পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
২১ জুলাই বৃহস্পতিবার সকালে লক্ষ্মীছড়ি উপজেলা কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার আনুষ্ঠানিক ভাবে উপকারভোগীদের মাঝে নব নির্মিত ঘরের চাবি ও দলিল হস্তান্তরের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) ফেরদৌস আরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাত। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, থানার অফিসার্স ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া। পরে অতিথিরা উপকারভোগীদের হাতে ঘরের দলিল হস্তান্তর করেন।