গুইমারাতে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে গনতান্ত্রিক ইউপিডিএফ

২৭ জানুয়ারি শুক্রবার গুইমারা আশুতোষ টাওয়ার এর সম্মেলন কক্ষে ইউপিডিএফ গনতান্ত্রিক গুইমারা উপজেলা শাখার সমন্বয়ক সত্য জীবন দেওয়ান নবীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপিডিএফ গনতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সদস্য সুলেন চাকমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ইউপিডিএফ গনতান্ত্রিক রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সবিনয় চাকমা। সংক্ষিপ্ত আলোচনা শেষে দেড় শতাধিক পাহাড়ি বাঙ্গালী শীতার্থদের মাঝে এ শীতবস্ত্র প্রদান করা হয় এবং ৩০ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।