খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি: ‘‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসনে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
১লা মে সোমবার সকাল ৯টায় দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে খাগড়াছড়ি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার যথাস্থানে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে জেলা শ্রমিক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
টাউনহল প্রাঙ্গনে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি জেলা শ্রমিকলীগ নেতা জানু সিকদার, সিএনজি মালিক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাস মিনিবাস শ্রমিক সমিতির মোহাম্মদ মোমিন প্রমূখ।
এসময় খাগড়াছড়ি জেলার সরকারি-বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তি ও শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।