• December 22, 2024

মা‌টিরাঙ্গায় নি‌খোঁজের ৪‌ দিন পর মোটরসাইকেল চাল‌কের লাশ উদ্ধার

 মা‌টিরাঙ্গায় নি‌খোঁজের ৪‌ দিন পর মোটরসাইকেল চাল‌কের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: মা‌টিরাঙ্গায় নি‌খোঁজের ৪‌ দিন পর ওমর ফারুক (২১) না‌মে এক মোটরসাইকেল চাল‌কের গ‌লিত লাশ উদ্ধার বরা হয়েছে। ফারুক তবলছ‌ড়ি ইউ‌নিয়‌নের ২নং ওয়ার্ড মোল্লাবাজার এলাকার হা‌ফিজ উ‌দ্দি‌নের ছে‌লে ব‌লে ব‌লে জানা গে‌ছে।

৪ জুন র‌বিবার বিকা‌লে উপ‌জেলার আমতলী ইউ‌নিয়‌নের ১নং ওয়া‌র্ডের মতু মগপাড়ায় এলাকায় স্থানীয়রা গরু আন‌তে গে‌লে সিমান্তবর্তী এলাকায় লা‌শ দেখ‌তে পে‌য়ে পু‌লিশকে খবর দি‌লে পুলিশ রাত ১০‌টার দি‌কে ঘটনাস্থ‌লে পৌঁছে।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ (তদন্ত ) আমজাদ হো‌সেন সাংবাদিকদের ব‌লেন, পুলিশ খবর পে‌য়ে ঘটনস্থ‌লে পৌঁ‌ছেছে। লাশ উদ্ধার কাজ চল‌ছে। উদ্ধার শে‌ষে পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌ণ করা হ‌বে। উ‌ল্লেখ্য, ৩১ মে সন্ধা ৭টা ৩০ মিনিটের দিকে মোটরসাইকেলে ভাড়া যাত্রী নিয়ে মাটিরাঙ্গা যাওয়া প‌থে ফারুক নি‌খোঁজ হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post