• November 21, 2024

লক্ষ্মীছড়িতে ৭টি কেন্দ্রে নৌকা প্রতীক ৯হাজার ২৮৯ ভোট পেয়েছেন, ৫টি কেন্দ্রে শুন্য ভোট

 লক্ষ্মীছড়িতে ৭টি কেন্দ্রে নৌকা প্রতীক ৯হাজার ২৮৯ ভোট পেয়েছেন, ৫টি কেন্দ্রে শুন্য ভোট

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৭জানুয়ারি রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ আওয়ামীলীগ মনোনীত  নৌকা প্রতীক প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা ৯হাজার ২৮৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।  নিকটতম প্রতিদ্বন্ধি তৃণমূল বিএনপির প্রার্থী সোনালী আশ পেয়েছেন ৩০০টি ভোট। জাতীয় পার্টির প্রার্থী  মিথিলা রোয়াজা লাঙ্গল প্রতীক পেয়েছেন ১৯৭ টি ভোট।  ন‍্যাশনাল পিপলস প্রার্থী আম প্রতীকের মো: মোস্তফা ৭২ ভোট। লক্ষ্মীছড়িতে মোট ভোট কেন্দ্র হলো ১২টি। এর মধ্যে ১২টি ভোট কেন্দ্রে মোট ভোট সংগ্রহ ১০হাজার ৪২ ভোট। ঘোষিত কেন্দ্রের বৈধ ভোটের সংখ্যা ৯হাজার ৮৫৮ ভোট। বাতিল ভোট ১৮৪টি। ভোট কাষ্টিং ৪৭.৪০ শতাংশ। উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীছড়ি ও সহকারি রির্টানিং অফিসার সুলতানা রাজিয়া ভোট গণনার শেষে কেন্দ্রে থেকে আসা বেসরকারি ফলাফল ঘোষণা করেন।  ৫টি কেন্দ্রের ফলাফল শুন্য। লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ভোটার  ২১হাজার ১৮৫ভোট। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৬৭৭জন, মহিলা ১০হাজার ৫০৮জন।

তবে দুর্গম ও দুরবর্তি হওয়া এসব কেন্দ্রের ফলাফল আসতে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পাঠানো হয় হেলিকপ্টার যোগে। বাকি ৩টি কেন্দ্র হলো বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়, কুতুবছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুক্তাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সোমবার কিংবা মঙ্গলবার উক্ত কেন্দ্রের ফলাফল আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে উপজেলা নির্বাচন অফিসের কন্ট্রোল রুম হতে এমনটাই জানা গেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post