নৌকা প্রতীক কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি’র হ্যাট্টিক জয়

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: ৭জানুয়ারি রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ আওয়ামীলীগ মনোনীত  নৌকা প্রতীক প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা  ১লাখ ৯৫ হাজার ৮১৯ভোট পেয়ে হেট্টিক বিজয় লাভ কেরছেন। নিকটতম প্রতিদ্বন্ধি তৃণমূল বিএনপির প্রার্থী উশেপ্রু মারমা সোনালী আশ পেয়েছেন ৯১৭২টি ভোট।

জাতীয় পার্টির প্রার্থী  মিথিলা রোয়াজা লাঙ্গল প্রতীক পেয়েছেন ৯হাজার ২১৬ টি ভোট।  ন‍্যাশনাল পিপলস প্রার্থী মো:মোস্তফা আম প্রতীকের মো: মোস্তফা ৬হাজার ২৬৩ ভোট । মোট কেন্দ্র ১৯৬টি। মোট ভোটার ৫লাখ ১৫হাজার ৪১৯ জন। ভোট প্রদানের হার ৪৮% । ১৭১ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

Leave a Reply