লক্ষ্মীছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত
স্টাফ রিপোর্টার: ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো “সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেনমং রাখাইন,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), লক্ষ্মীছড়ি,খাগড়াছড়ি। সভাপতিত্ব করেন ফেরদৌস মোঃ বিলাস,উপজেলা সমবায় অফিসার, লক্ষ্মীছড়ি,খাগড়াছড়ি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রনব পোদ্দার, একাডেমিক সুপার ভাইজার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, লক্ষ্মীছড়ি।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১ নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীল চাকমা, আরো বক্তব্য রাখেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকতার হোসেন, লক্ষ্মীছড়ি উপজেলার বিশিষ্ট সমবায়ী মোঃ মজিবুর গাজী।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠ করা হয়।এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।এরপর সমবায়ীসহ সকলের অংশগ্রহনে এক বর্ন্যাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।