রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জোন এর সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ সভায় সভাপতিত্ব করেন রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি।
সভায় দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করাসহ শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিপূর্ণ ও সোহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যেদিয়ে ও সকলের সার্বিক সহযোগিতায় পূজা উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়। রামগড় জোনের উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এর সঞ্চালনায় ৪৩বিজিবির জোন অধিনায়ক এর পক্ষ থেকে স্থানীয়দের প্রতি যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা অপতৎপরতা সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করতে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তাগন বলেন, এ ধরনের নিয়মিত মতবিনিময় সভা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলবে বলে অভিমত ব্যক্ত করেন।
এতে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন রামগড় থানার অফিসার ইনচার্জ ওসি মঈন উদ্দিন, সহকারী পরিচালক সামছুল হক, দাতমারা ভুজপুর থানার তদন্ত ওসি নুরুল আলম, আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সহ- সভাপতি ও সমন্বয়ক হাফেজ আহম্মদ ভূইয়া, রামগড় উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, বাংলাদেশ জামায়াতের ইসলামী রামগড়ের আমির ফয়েজুর রহমান, রামগড় শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ির সভাপতি বাদল চক্রবর্তী, রামগড় কার্বারী এসোসিয়েশনের সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, রামগড় উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন -যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা, সদস্য সাংবাদিক তুহিন নিজাম প্রমুখ।