খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ও আলোচনা সভা

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (৭ নভেম্বর) বিকালে চেঙ্গী স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ এলাকায় সমাবেশে পরিণত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা এবং সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ।

বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।