গুইমারায় বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

শেয়ার করুন

বিএম.বাশার, গুইমারা: গুইমারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় গুইমারা উপজেলা বিএনপির কার্যালয়ের থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি  মোঃ ইউচুপ ও বর্তমান সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।

 বক্তাগন বলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত করায় আজকে সকল দল রাজনৈতি করার সুযোগ পেয়েছে। তারা আগামী নির্বাচনে শহীদ জিয়ার হাতে গড়া দলের মনোনীত প্রার্থী পাহাড়ের কিংবদন্তি নেতা ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন শেষে হাফছরি ৬নং ওয়ার্ড মহিলা দলের কমিটি অনুমোদন দেন উপজেলা মহিলাদল ও হাফছড়ি ইউনিয়ন মহিলা দলের সিনিয়ার নেতৃবৃন্দ।