স্টফ রিপোর্টার: লক্ষীছড়ির বর্মাছড়ি,বিনাজুরি, কালাপাহাড় রেঞ্জ ও তৎসংলগ্ন উল্টাছড়ি, মাইনপাড়া, বেলক্কপাড়া, ফুত্তাছড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন।
দুর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত উপজাতি জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে। মেডিকেল ক্যাম্পেইনে মোট পাঁচ শতাধিক পাহাড়ি নারী, পুরুষ, শিশু ও বিদ্যালয়ের শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করতে এই উদ্যোগকে স্থানীয়রা অত্যন্ত ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন। দুর্গম এলাকায় সরাসরি চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি স্থানীয় জনসাধারণের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় এবং মানবিক সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সর্বদা জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও একই অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে।