অন্তর মাহমুদ মাটিরাঙ্গা: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোন।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরীঘাট এলাকা থেকে এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি’র দিকনির্দেশনায় ২১ নভেম্বর, শুক্রবার দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন সদর থেকে বিজেও-৫২৪৩৯ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরীঘাট এলাকা থেক মালিক বিহীন মোট- ৬২ টুকরা (১৬৩.৪৬ ঘনফুট) অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য৪লাখ ৯০ হাজার ৩শত ৮০ টাকা।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি বলেন, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।