স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে বিএনপি মনোনীত প্রাথী ওয়াদুদ ভূইয়ার ধানের শীষের সমর্থনে ত্রিপুরা যুব ঐক্য পরিষদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে টাউন হলের সমাবেশে সভাপতিত্ব করেন যুবনেতা নারায়ন ত্রিপুরা।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ ওয়াদুদ ভুইয়া বলেন, ক্ষমতায় গেলে চাকুরি নিতে এক টাকা লাগবে না। ত্রিপুরা সম্প্রদায়ের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নেবেন। দারিদ্র জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করবেন বলে সমাবেশে ঘোষনা দেন।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জাকিয়া জান্নাত বীথি, এডভোকেট মোশারফ হোসেন,আব্দুল মালেক মিন্টু, কুহেলিকা দেওয়ান।
সমাবেশে বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দ যোগ দেন। ধানের শীষের প্রতীক বিশাল নিয়ে মিছিল করে সমাবেশে যোগ দেন নেতা-কর্মীরা।