স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ওয়াদুদ ভূইয়ার পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণা করেছে খাগড়াছড়ি সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
২৫ নভেম্বর মঙ্গলবার লক্ষ্মীছড়ি বাজার ও সদর বেলতলী পাড়া এলাকায় এ প্রচারণা করা হয়। প্রচারণায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় নানা যুক্তি ও প্রেক্ষাপটের আলোকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়ািকে ঐক্যবদ্ধভবে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।
পার্বত্য হিন্দু ইউনিয়ন সংসদ সভাপতি ও বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট সদস্য সচিব, অশোক মজুমদার বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে আমাদের কাছে এখন দ্বিতীয় অপশন বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া। আমরা সনাতানী সম্প্রদায়ের সকল উপজেলার নেতৃবৃন্দরা ঐক্যমতে পৌছেছি যে, আমাদের কাছে বর্তমান প্রেক্ষপটে বিকল্প আর কোনো অপশন নেই, তাই আমরা সবাই মিলে এবার বিএনপি তধা ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়াকে ভোট দেবো। এই বার্তা ইতিমধ্যে সকলকে জানিয়ে দেয়া হয়েছে।
প্রাচরণার সময় উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, মানিকছড়ি পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ সভাপতি বাবুল দেওয়ানজী, দিঘীনালা পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ সাধারণ সম্পাদক টিটু চক্রবর্তী , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সামশুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মো: মকবুল আহমেদ, যুগ্ম আহবায়ক রিংকু দাশ ও যুগ্ম আহবায়ক অনিসুর রহমান আনিস সহ স্থানীয় জেলার সিনিয়র নেতৃকৃন্দরা উপস্থিত ছিলেন।