খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সহকারী শিক্ষকদের ৯ম গ্রেডের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে দ্রুততম সময়ে “মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর” এর গেজেট প্রকাশসহ চার দফা ও দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের প্রতিবাদে খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ কর্মবিরতি পালন করছে।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকা পুর্নবিরতিতে শিক্ষকেরা বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা করা। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ ৩ কর্মদিবসের মধ্যে প্রদান ও ২০১৫ সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের ৩/- ২ টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশের দাবি জানায়।