মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের নবগঠিত সনাতন সমাজ কল্যাণ পরিষদ, মহালছড়ি উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারি শুক্রবার বিকেলে মহালছড়ি উপজেলার শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে পরিষদের উদ্যোগে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জুয়েল দাশের সঞ্চালনায় ও বাবু রঞ্জিত বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী নির্মল চন্দ্র দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অশোক মজুমদার, পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দোলন দাশ, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বাবু সাধন চন্দ্র পাল, খাগড়াছড়ি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বাবু সাধন চন্দ্র দে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক টিটু চক্রবর্তী এবং সনাতন সমাজ কল্যাণ পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য রাজীব মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সাত্তার, মোঃ আবুল খায়ের, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউসুফ আলী খোকা, মহালছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন,যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কাউসার আলম সহ বিভিন্ন রাজনৈতিক , সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির কমিটির সভাপতি প্রদীপ চৌধুরী, সহ-সভাপতি সুকুমার দে ও বিপুল চৌধুরী এবং সাধারণ সম্পাদক বিশ্বজিত মজুমদার।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী নির্মল চন্দ্র দাশ বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। তিনি একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় পরিচয় নির্বিশেষে রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের মর্যাদা ও অধিকার সমান হওয়া উচিত। বিএনপি রাষ্ট্র পরিচালনায় থাকাকালে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন, সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদা রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য।
পরিচিতি সভা শেষে সনাতন সমাজ কল্যাণ পরিষদ, মহালছড়ি উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে সুনিল দাশ, সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিত মজুমদার, সাধারণ সম্পাদক শ্যামল ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাশ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শিশু বণিক-এর নাম ঘোষণা করা হয়।