মহালছড়ি বিভিন্ন স্থানে খালেদা জিয়াকে নিয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল 

শেয়ার করুন

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার স্মরণে এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মহালছড়ি উপজেলার চারটি ইউনিয়নে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১১ জানুয়ারি রবিবার মহালছড়ি সদর ইউনিয়ন,কেংঘাট,,মুবাছড়ি এবং মাইসছড়ি ইউনিয়ন এলাকাবাসী উদ্যোগে স্মরণ সভা এবং দোয়া মাহফিল হয়।

এ সময় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক শাহেদুল ইসলাম সুমন, খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন মেম্বার সহ জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার বলেন, খালেদা জিয়া শুধু দলের নয়, তিনি দেশের ও জনগণের নেত্রী হয়ে উঠেছিলেন। তিনি তাঁর কর্মদক্ষতা ও প্রজ্ঞা দিয়ে দেশকে এগিয়ে নিয়েছেন এবং সবসময় জনগণের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রকে সমুন্নত রেখেছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া তাঁর কর্ম, চিন্তা ও আচরণে সার্বজনীন হতে পেরেছেন, তাঁর গার্ডিয়ানশীপ আমাদের আরো দরকার ছিল। তিনি তাঁর রাজনৈতিক জীবনে কখনোই কোনো অশালীন শব্দ উচ্চারণ করেননি, তাঁর এই বিনয়কে আমরা শ্রদ্ধা করি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আরো বলেন, বাংলাদেশের ক্রান্তিকালে গণতন্ত্র রক্ষায় তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, দেশপ্রেম, নারীদের বিনাবেতনে শিক্ষা চালু ও উপবৃত্তি প্রদান এবং দেশনেত্রী হিসেবে সার্বজনীন হয়ে উঠার বিষয়ে স্মৃতিচারণ করেন। তিনি দেশ-বিদেশে রাজনৈতিক দূরদর্শিতার জন্য এক আইকনিক লেডি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।