রামগড়ে বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র চন্দ্র নাথকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
রামগড় প্রতিনিধি: রামগড়ে বীর মুক্তিযুদ্ধা এবং সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মনিন্দ্র চন্দ্র নাথ (৭৫)হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রবিবার(২আগষ্ট) সকাল ১১টায় তার আনন্দ পাড়াস্থ নিজ বাসভবনে পরলোকগমন করেন( দিব্যান্ লোকান্ স গচ্ছোতো….)। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক পুত্র, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত মনিন্দ্র চন্দ্র নাথ হীরালাল নাথ এর ছেলে ছিলেন। রামগড় উপজেলা সহকারি […]Read More