• March 14, 2025

করোনা মোকাবিলায় রামগড়ে পৌর সভার উদ্যোগে ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: করোনার ভয়াবহ পরিস্থিতিতে সরকারের ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে ৫শতাধিক দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করেছে রামগড় পৌরসভা।

সকালে রামগড় মিনি ষ্টেডিয়ামে চাউল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রামগড় পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান রিপন, কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আহসান উল্লাহ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কণিকা বড়ুয়া প্রমুখ। এতে হত-দরিদ্র, কর্মহীন, মানসিক ভারসাম্যহীন ও নি¤œআয়ের মানুষদের মাঝে এসব ত্রাণ সহায়তা দেয়া হয়।

এসময় সাধারণ মানুষকে ভয়ানক করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে সকলকে সচেতন হওযার আহবান জানানোর পাশাপাশি ঘন ঘন হাত ও মুখ ধৌত করা ছাড়াও মুখে মাস্ক ব্যবহার করতে হবে এবং পরবর্তী সরকারি নির্দেশনা না দেয়া পর্যন্ত সকলকে বাড়ীতে অবস্থান করতে বলেন পৌর মেয়র।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post