খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নিউজিল্যান্ড বনবিহার স্থাপনের সৌজন্যে আলুটিলা আন্তর্জাতিক বন ভাবনা কেন্দ্রের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং ধারাবাহিকভাবে ৮ম বারের মতো ত্রিপিটক পূজা, পবিত্র বুদ্ধধাতু পূজা ও বিবিধ দান উৎসর্গের মহান ধর্মীয় পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি শুক্রবার সকাল থেকে দিনব্যাপী খাগড়াছড়ি সদরের নোয়াপাড়া নিউজিল্যান্ড বনবিহার প্রাঙ্গণে এ ধর্মীয় পূণ্যানুষ্ঠান আয়োজন করা হয়। এতে ধর্মপ্রাণ বৌদ্ধ ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের অংশ হিসেবে ত্রিপিটক পূজা, পবিত্র বুদ্ধধাতু পূজা, ২৮ বুদ্ধ পূজা, লাভীশ্রেষ্ঠ সিবলী পূজা, মহা-সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, মহা-মঙ্গলসূত্র পাঠ ও হাজার প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সকল জীবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। বক্তারা বলেন, এ ধরনের ধর্মীয় পূণ্যানুষ্ঠান মানুষের মধ্যে নৈতিকতা, সহমর্মিতা ও শান্তির চেতনা জাগ্রত করে। বৌদ্ধ ধর্মের অহিংসা ও মানবিক মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠায় এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে দেশ-বিদেশের ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা এবং অসংখ্য ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।