খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর পৌর এলাকায় তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলকে অধিকতর সুসংগঠিত করার লক্ষ্যে ওয়ার্ড ভিত্তিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদর পৌরসভার সবুজবাগ ২নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে খাগড়াছড়ি পৌর মহিলা দলের সভাপতি ছালেহা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলি দেওয়া। এছাড়াও জেলা মহিলা দলের সহ-সভাপতি মিঠুন রাণী ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সীমা, যুগ্ন সম্পাদক আকলিমা খানমসহ ওয়ার্ড কমিটির নেত্রীবৃন্দ ছাড়াও স্থানীয় মহিলা দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করার মাধ্যমে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা সম্ভব হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নারীদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় মহিলা দলকে ঘরে ঘরে গিয়ে সংগঠিত হতে হবে।
উঠান বৈঠকে বক্তারা আরও বলেন, হাসিনা সরকারের দমন-নিপীড়নের মধ্যেও মহিলা দল সব সময় সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে মহিলা দল তৃণমূল পর্যায় থেকে শক্ত অবস্থান তৈরি করবে। অনুষ্ঠানে সদর পৌর মহিলা দলের নেত্রীবৃন্দসহ প্রতিটি ওয়ার্ডের মহিলা দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।