খাগড়াছড়িতে দিন ব্যাপি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেল তথ্য অফিসের আয়োজনে ও গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রসার মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায় দিন ব্যাপি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনষ্ঠিত হয়ছে।

২৪ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।  খাগড়াছড়ি সিভিল সার্জন ডা.মোহাম্মদ ছাবের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও রাজস্ব (উপ-সচিব) ফেরদৌসী বেগম।

এসময় খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন ডা.রতন খীসা, গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর উপ-পরিচালক মার্সিয়া জাহান বর্ষা,খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি শাহরিয়ার ইউনুছ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহিরুল আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, লক্ষীছড়ি প্রেসক্লাবের সভাপতি মো.মোবারক হোসেন সহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।