• November 22, 2024

খাগড়াছড়িতে আসলো ১২ হাজার করোনার টিকা ডোজ

 খাগড়াছড়িতে আসলো ১২ হাজার করোনার টিকা ডোজ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে ১২ হাজার করোনার টিকা ডোজ পৌঁছেছে। ৩১ জানুয়ারী বিকালে বেক্সিমকে ফার্মার পরিবহনে আনা এসব টিকা খাগড়াছড়ি সদর হাসপাতালের ইপিআই স্টোরে রাখা হয়েছে। ৭ ফেব্রুয়ারী থেকে করোনার এই ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হবে।  সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

স্থাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় গত বছরের ২৯ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮১৯ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৭৭২ জন এবং মারা গেছেন ৬ জন।

টিকা গ্রহন ও টিকা প্রদানের বিষয়ে ১ ফেব্রুয়ারি সোমাবার সিভিল সার্জন কার্যালয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহবায়ক এম এ জব্বারের সাথে এক মত বিনিময় করেছেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post