গুইমারা বাজার যানজট মুক্ত হলো, স্বস্তিতে যাত্রী ও জনগণ

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারায় সাপ্তাহিক বাজার শনিবার ও মঙ্গলবার রাস্তার উপর ভরপুর যানজটের কারণে যানবাহন চলাচলসহ মানুষের বিঘ্নতা ঘটায় সতর্কতা জারির মাধ্যমে শৃঙ্খলা নিরসন বাস্তবায়নে কাজ করেছেন উপজেলা প্রশাসন ও গুইমারা থানা পুলিশ।
৩০এপ্রিল মঙ্গলবার সকাল ৬টা থেকে বিভিন্ন এলাকা থেকে গুইমারা বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মনিটরিং করেন গুইমারা উপজেলা প্রশাসন ও গুইমারা থানা পুলিশ। একদিন আগে সোমবার বিকাল বাজারের শৃঙ্খলা ও যানজট নিরসনের জন্য জনসাধারণের উদ্দেশ্যে প্রচারনা চালায় উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, গুইমারা বাজারে শৃঙ্খলা ও যানজট নিরসনের উদ্যোগ গ্রহণ করি এবং থানা পুলিশের সহযোগিতায় বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।
গুইমারা থানার (ওসি) মোঃ আরিফুল আমিন বলেন, গুইমারা বাজারে শৃঙ্খলা ও যানজট নিরসনে দীর্ঘ দিনের পরিকল্পনায় পরিকল্পিত ভাবে শারিরীক ও মানসিক পরিশ্রমের মাধ্যমে আজকে অনেক সুন্দর গুইমারা বাজার, শৃঙ্খলা ও যানজট নিরসনে এধরনের পরিশ্রম ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।
সাধারন মানুষ আজকের গুইমারা বাজার ব্যবস্থাপনা দেখে অনেক খুশি, জনগণের দাবি সবসময় যদি বাজার যানজট মুক্ত থাকে তাহলে ভিবিন্ন ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাবে সাধারন মানুষ।