• January 15, 2025

ছাত্রলীগ নেতা উপর হামলার প্রতিবাদে ফটিকছড়িতে প্রতিবাদ সমাবেশ

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের যুগ্ম অাহবায়ক ছাত্রলীগ নেতা ইমরুল ইসলামরাফি’র উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ। শুক্রবার বিকাল ৪ টায় এ উপলক্ষে এক বিক্ষোভ র‍্যালী ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বের হয়ে ফটিকছড়ি সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্ত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের অাহবায়ক শাহেদুল অালম সাহেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা ওমর ফারুক অাসিফ, ফটিকছড়ি পৌরসভা ছাত্রলীগের সভাপতি শোয়াইব, ছাত্রলীগ নেতা কামরুল হাসান, মুজিব, সাইফু, নওশাদ, জাবেদ, কোখন, ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, বখতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রায়হান রুপু, ছদরুল্লাহ পারভেজ, সাইফু, ঝিকু প্রমূখ। সমাবেশে বক্তারা, প্রশাসনের প্রতি ৭২ ঘন্টার মধ্যে ছাত্রলীগ নেতা রাফি’র উপর হামলাকারী মূল অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। তা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন নেতৃবৃন্দ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাব্বী, পাইন্দংয়ের সা.সম্পাদক জুবায়ের, অাজাদ, ছাত্রলীগ নেতা সাজ্জাদুল অালম, রবিন, হান্নান উদ্দিন, ফরহাদ, সুন্দরপুরের সভাপতি অাকবর, এমদাদ, ইমরান, রাহুল, প্রশান্ত, নাছির, ফাহাদ, রিপাত, শহীদ, অাকাশ, পলাশ, নাঈম, তপু, ছাব্বির, মিনহাজ, ইনজেমাম, ইকবাল, সাকিব, শাকিল প্রমূখ। উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তকর্তৃক নিজ বসত ঘরে হামলার শিকার হন ছাত্রলীগ নেতা ইমরুল ইসলাম রাফিসহ তার পরিবারের অন্যান্য তিন সদস্য।
এসময় দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ, মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। রাফি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)এ চিকিৎসাধীন রয়েছেন। জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) জাকির হোসাইন মাহমুদ বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ মামলা দায়ের করেন নি। ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post