• December 27, 2024

পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ইউপিডিএফ কর্মী

 পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ইউপিডিএফ কর্মী
পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের হাতিমারা এলাকায় বরুন বিকাশ চাকমা (৫৫) নামের একজনকে গুলি করে চলে যায় দুর্বৃত্তরা।
৮ জুন শনিবার রাত সাড়ে ৮টার দিকে ১নং লোগাং ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড এর ঠিকানা:কমল কৃষ্ণ কার্বারি পাড়া (হাতি মারা) এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায় তার পিতা সুধীর কুমার চাকমা  আর মাতা সুধাঙ্গীনি চাকমা গ্রাম:পাগুজ্জ্যা ছড়ি।নিহত বরুন চাকমা একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন বলে জানা যায়।

এদিকে ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানান, শনিবার রাত ৯টার দিকে ৩/৪ জন অস্ত্রধারী সন্ত্রাসী বাড়িতে ঢুকে গুলি করে বরুণ বিকাশ চাকমাকে হত্যা করে। নিহত ব্যক্তি নিজেদের দলের সমর্থক দাবী করে এ হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছেন।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: সফিউল আজম জানান,  গুলিতে একজন নিহত হওয়ার কথা শুনেছি বললেও ঘটনাস্থল খুবই দুর্গম বিধায় বিস্তারিত জানাতে পারেননি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post