• April 28, 2024

পানছড়িতে সমবায় দিবস পালিত

পানছড়ি প্রতিনিধি: “সমবায় ভিত্তিক সমাজ গড়ি-টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই শ্লোগানে খাগড়াছড়ি জেলার পানছড়িতে ৪৭তম জাতীয় সমবায় দিবস রবিবার সকাল সাড়ে ৯টার পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চেয়ারম্যানের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)‘র চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রতœা তংচঙ্গা। উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথ এর স্বাগত বক্তব্যের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা খ্যদ্য নিয়ন্ত্রক প্রমিত কুমার চাকমা, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার মোঃ নাছির উদ্দিন প্রমূখ। এছাড়াও উপজেলা বিভিন্ন সমবায় সমিতির সদস্য-সদস্যাগন র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

এসময় বক্তাগন বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমবায় প্রতনিয়ত কাজ করে যাচ্ছে। সমবায় সমিতির মাধ্যমে এ জেলার মানুষ অনেক কিছু করতে শিখেছে। বিভিন্ন সমিতি করে জীবনের মান উন্নয়নে কাজ করতে শিখেছে সাধারণ মানুষ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post