পাহাড়ি-বাঙালি মিলেমিশে থাকতে হবে -ওয়াদুদ ভূইয়া

স্টাফ রিপোর্টার :বুধবার বিকেলে মানিকছড়ি টাউন হল মাঠে এ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
তিনি বলেন, ভোট চুরির সরকার আ’লীগ দেশে গুম, খুন ও নির্যাতন করে দেশের মানুষকে কষ্ট দিয়েছে। পাহাড়েও অশান্তির আগুন জ্বালিয়ে সম্প্রীতি নষ্ট করেছেন অভিযোগ করেন। পাহাড়ি-বাঙালির মাঝে বন্ধুত্ব বাড়িয়ে মিলেমিশে থাকার আহবান জানান ওয়াদুদ ভূইয়া। সমাবেশে জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দীর্ঘ ১৭ বছর পর উপজেলায় ওয়াদুদ ভূইয়ার উপস্থিততিকে ঘিরে দুপুর থেকে খন্ড খন্ড মিছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা।