পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী অব্যাহতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ২১ নভেম্বর শুক্রবার বেলা ১২টা হতে বেলা দেড়টা পর্যন্ত লক্ষীছড়ি জোন কর্তৃক বেলাক্ষ পাড়া এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

মেডিকেল ক্যাম্পেইনে মোট ২০০ জন পাহাড়ি নারী, পুরুষ, শিশুকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

পাহাড়ি জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করতে এই উদ্যোগকে স্থানীয়রা অত্যন্ত ইতিবাচকভাবে স্বাগত জানান। দুর্গম এলাকায় সরাসরি চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি স্থানীয় জনসাধারণের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় এবং মানবিক সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সর্বদা জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও একই অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে।