• November 22, 2024

প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো গুইমারা রিজিয়ন

স্টাফ রিপোর্টার: প্রচন্ড শীতে কষ্টে থাকা সমাজের অবহেলিত প্রতিবন্ধীদের সাহায্যে এগিয়ে এলো সেনাবাহিনী। গুইমারাতে  হতদরিদ্র প্রতিবন্ধীদের শীত নিবারনের চেষ্টার অংশ হিসেবে প্রতিজনকে একটি করে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন ২৪আর্টিলারী বিগ্রেড গুইমারা রিজিয়ন কমান্ডার মুহাম্মদ কামরুজ্জামান।

১০জানুয়ারী সকালে গুইমারা’র জালিয়াপাড়া চৌরাস্তার পাশে প্রতিবন্ধী কল্যান সমিতির সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। সিন্দুকছড়ি জোনের পৃষ্টপোষকতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, সাব-জোন অধিনায়ক মেজর আলতাফ, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, ইউপি সদস্য আরমান হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবন্ধী কল্যান সমিতির সভাপতি দৃষ্টি প্রতিবন্ধী মোঃ আবদুল জলিল সমাজের গরীব অসহায় প্রতিবন্ধীদের এই প্রচন্ড শীতে সাহায্যের হাত প্রসারিত করার জন্য বৃত্তবানদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের হিসাব মতে শুধুমাত্র গুইমারা’র হাফছড়ি ইউপিতে ৩৭৬জন সরকারী নিবন্ধিত (গোল্ডেন সিটিজেন কার্ডধারী) প্রতিবন্ধী রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post