• November 14, 2024

বন্যা কবলিত মানুষের পাশে সিন্দুকছড়ি জোন

 বন্যা কবলিত মানুষের পাশে সিন্দুকছড়ি জোন

বিএম.বাশার, গুইমারা: পার্বত্য জেলার খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শাক্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ তিনটহরি এলাকায় বন্যা কবলিত মানুষদের মাকে বিশেষ মানবিক সহায়তা স্বরূপ নিত্য প্রয়োজনীয় চাল, আটা, ডাল, তৈল, বিস্কুট, খাবার স্যালাইনসহ, বিভিন্ন শুকনো খাবার ত্রাণ সামগ্রী প্রদান করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসলি, জি। এ সময় তিনি বলেন, বাংলদেশ সেনাবাহিনী শুরু থেকেই চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এধারা অব্যাহত থাকবে।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মোঃ আসাদুজ্জামান খন্দকার ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post