• November 11, 2024

অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করেছে যামিনীপাড়া বিজিবি

 অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করেছে যামিনীপাড়া বিজিবি

স্টাফ রিপোর্টার: চলমান অতি বৃষ্টির কারণে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) আওতাধীন কিছু পরিবারের ঘরবাড়িতে পানি ওঠায় খাদ্য সংকটের প্রেক্ষিতে ২২ আগস্ট ব্যাটালিয়নের পক্ষ হতে বড়পাড়া এলাকায় ১৫টি পাহাড়ি পরিবারের মাঝে ৭৫ কেজি (প্রতি পরিবার ০৫ কেজি) চাউল প্রদান, ডাকবাংলা এলাকায় ২৩টি পরিবার এবং মংজয় কারবারীপাড়া এলাকায় ২২টি পরিবারসহ মোট ৬০টি পরিবারের মাঝে শুকনা খাবার (৭৫ কেজি চাউল, ৩৫ কেজি চিড়া, ৫৮ কেজি মুড়ি) বিতরণ করা হয়।

এছাড়াও ব্যাটালিয়নের অধীনস্থ কদমতলী বিওপির আওতাধীন চাকমাপাড়া ও মাস্টারপাড়া এলাকার ৭০টি পরিবারের মাঝে (৩৫ কেজি চিড়া, ৩৫ কেজি মুড়ি) এবং তাইন্দং বিওপির দায়িত্বপূর্ণ তাইন্দং এলাকার ১০টি পরিবারের মাঝে (১০ কেজি চিড়া, ১০ কেজি মুড়ি এবং ০৫ কেজি চিনি) শুকনা খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ২১ আগস্ট ২০২৪ তারিখেও তবলছড়ি বিওপি কর্তৃক ১২টি পরিবারের মাঝে শুকনা খাবার (৩৬ কেজি চিড়া, ২৪ কেজি মুড়ি এবং ২৪ কেজি চিনি) বিতরণ করা হয়। সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা আনুমানিক ৪৬০ জন (পাহাড়ি-২৪০ এবং বাঙালি-২২০ জন)।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post