বিজিবির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি:

২১ নভেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০.১২ ঘটিকায় chtnews.com নামক ফেসবুক ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল থেকে “খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের কাচকাউ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জন বিজিবি সদস্য অবস্থানের ফলে স্থানীয় সাধারণ লোকজনের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণরুপে অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত এবং বিশেষ ব্যক্তি/গোষ্ঠীর অপপ্রচার মাত্র।

বিজিবি পার্বত্য চট্টগ্রামের এই দূর্গম এলাকায় স্থানীয় জনসাধারণের নিয়মিত নিরাপত্তা ও শান্তি সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করণে আস্থার প্রতিক হিসেবে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এই এলাকায় বিজিবির উপস্থিতি ও নিয়মিত কর্মকান্ডে সাধারণ মানুষ নির্বিঘ্নে, স্বাধীনভাবে এবং পাহাড়ী বাঙালী মিলেমিশে সম্প্রীতির পরিবেশে বসবাস করছে। অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তি/গোষ্ঠীর প্রকাশিত মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচারের বিষয়ে অত্র এলাকার স্থানীয় পাহাড়ী ও বাঙালী জনসাধারণ তীব্র প্রতিবাদ জানাচ্ছে।