মহালছড়িতে আওয়ামীলীগ এর যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
মহালছড়ি প্রতিনিধি: মহালছড়িতে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যেগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম মৃত্য বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
১৫ আগষ্ট রবিবার সকাল ৮ টায় মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর শোক র্যালীসহকারে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দলীয় কার্যালয়ে শোক সভা এব দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
শোক সভায় উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সহ সভাপতি চিন্তা হরণ শর্মা, সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক রণজিত দাশ, যুবগীলগ এর সাধারণ সম্পাদক রেজাউল হক, সেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি লাল মিয়া প্রমূখ।
শোকসভায় বক্তারা, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের নেপথ্যে কারা ছিলো, কারা ষড়যন্ত্র করেছিলো সে বিষয়ে এখনো তদন্ত হয়নি। তদন্তপূর্বক ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান বক্তারা।