• November 22, 2024

মানিকছড়িতে স্বাস্থ্য বিষয়ক সেনেটারী ন্যাপকিন বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি)প্রতিনিধি: মানিকছড়ির বালিকা উচ্চ বিদ্যালয় ও বড়ডল উচ্চ বিদ্যালয়ে বয়:সন্ধিকালে কিশোরীদের ওজন ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মাঝে সেনেটারী ন্যাপকিন(জয়া) বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮জানুয়ারি সোমবার সকালে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব বিজয় চক্রবর্তী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এছাড়াও এসএমসি চট্টগ্রাম বিভাগীয় সেলস ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সেলস প্রমোশন অফিসার তোফাজ্জল হোসেনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। বালিকা উচ্চ বিদ্যালয়ের পরে বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমদ’র সভাপতিত্বে বিদ্যালয়ের সভা কক্ষে আলোজনা সভা ও ন্যাপকিন বিতরণ করেন একই অতিথিরা।

আলোচনা শেষে দুটি বিদ্যালয়ের প্রায় ৫শত শিক্ষার্থীদের মাঝে সোসাল মার্কেটিং সোসাইট’র (এসএমসি) সার্বিক সহযোগীতায় সেনেটারী ন্যাপকিন বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post