মুজিব বর্ষ উপলক্ষে রামগড়ে কৃষকের মাঝে বিভিন্ন জাতের চারা বিতরণ
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সারাদেশের ন্যায় একযোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী(মুজিব বর্ষ) উপলক্ষে রবিবার(১৯ জুলাই) উপজেলা কৃষি অফিস কার্যালয় প্রাঙ্গনে স্থানীয় কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে ফলজ বনজসহ ঔষধী চারা বিতরণ করা হয়।
রামগড় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর ব্যবস্থাপনায় ও উপজেলা কৃষি র্কমকর্তা নাছির উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি চারা গাছ শুধু রোপন করলেই হবেনা, গাছ আমাদের জীবন বাচাঁতে যেভাবে ফল-মূল, কাঠ ও অক্সিজেনের যোগান দেয় ঠিক সেভাবেই প্রয়োজনীয় দেখাশুনা করে একটি গাছের যথাযথ পরিচর্যা করতে হবে।
এতে আরো উপস্থিত ছিলেন, রামগড় থানার অফিসার ইনর্চাজ সামসুজ্জামান, ২নং ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহম্মেদ,আইসিটি সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি র্কমকর্তা, জেলা পরিষদের প্রতিনিধি ও কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের উপজেলা কৃষক মাঠ স্কুল সমন্বয়কারী উশেচিং মারমা,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান,কৃষক-কৃষানী,স্থানীয় সাংবাদিক প্রমুখ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানান, মুজিব বর্ষ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগীতায় উপজেলার কৃষক- কৃষাণীদের মাঝে বিনামূল্যে ১৭ হাজার ৫শত ফলজ বনজসহ ঔষধী চারা বিনামূল্যে বিতরণ করা হয়।