যোগ্যাছোলা ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেন যারা
মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের স্থগিত নির্বাচন। আগামী ২৫ জুলাই(বুধবার) নির্বাচন অনুষ্ঠিত হবে। যোগ্যাছোলা বাজার, ইউনিয়ন, গ্রাম মহল্লায়, চায়ের আড্ডায়, সামাজিক অনুষ্টানে এখন নির্বাচনের আমেজ ভরপুর। প্রার্থীদের দোষ-গুন,বংশ পরিচয়, কর্মকান্ড নিয়েচুলছেড়া বিশ্লেষন করছে সাধারণ জনগন।
এই মধ্য উল্লেখিত ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দুইজন প্রার্থী থাকলেও মো: গোলাম হোসেন নিজের প্রার্থীতা প্রত্যাহার করেন আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদন্ধিতায় সদস্য পদে বেসরকারী ভাবে বিজয়ী হন মোঃ তৈয়ব আলী। অন্য দিকে ৮নং ওয়ার্ড সদস্য্য পদে দুইজন প্রার্থী হন। রাজ কুমার ত্রিপুরা প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে আর কোন প্রার্থী না থাকায় বেসরকারী ভাবে ৮নং ওয়ার্ডে আব্দুল মতিন বিজয়ী হন।