• December 27, 2024

রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ড, অর্ধকোটি টাকা ক্ষতি

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার সরফভাটায় পূর্বশত্রুতার জেরে নাশকতার আগুনে ৪টি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জানা যায়, উপজেলার সরফভাটার বদিনী বাপের বাড়িতে গত রোববার রাত দেড় টায় দুবৃর্ত্তরা গান পাউডার দিয়ে সাবেক নৌ-বাহিনী কর্মকর্তা মরহুম আব্দুল গনির পুত্র মো. আক্তার গনির বাড়িতে আগুন দেয়। মুহুর্তে লেলিহান আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মো. জাহাঙ্গীর গনি, সিরাজুল ইসলাম, সফিকুল ইসলামের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ইউপি সদস্য মো. জাহাঙ্গীর বলেন, অগ্নিকান্ডের পূর্বে ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় ৩ রাউন্ড ফাঁকা গুলি করে ভীতি সৃষিœট করা হয়। আধাঘন্টার মধ্যে ৪টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, পূর্ব শত্রুতার জেরে গান পাউডার দিয়ে দুবৃর্ত্তরা বাড়িতে আগুন দিয়েছে। অগ্নিকান্ডে কেউ হতাহত না হলেও অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post