জাতীয় পরিচয় পত্র বিতরণ শুরু রাঙ্গুনিয়ায়

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় গতকাল সোমবার থেকে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। স্ব-স্ব ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে বলে রাঙ্গুনিয়া নির্বাচস অফিস সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, রাঙ্গুনিয়ায় ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত নতুনভাবে ভোটার হয়েছে তাঁদের জাতীয় পরিচয় পত্র পৌরসভায় বিতরণ ১ ও ২ অক্টোবর, কোদালা ইউনিয়নে ৩ অক্টোবর, চন্দ্রঘোনা ইউনিয়নে ৭ অক্টোবর, পদুয়া ইউনিয়নে ৮ ও ৯ অক্টোবর, পোমরা ইউনিয়নে ১০ অক্টোবর, পারুয়া ইউনিয়নে ১১ অক্টোবর, বেতাগী ইউনিয়নে ১৩ অক্টোবর, মরিয়ম নগর ইউনিয়নে ১৪ অক্টোবর, রাজা নগর ইউনিয়নে ১৫ অক্টোবর, ইসলামপুর ইউনিয়নে ১৬ অক্টোবর, দক্ষিন রাজা নগর ইউনিয়নে ১৭ অক্টোবর, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে ১৮ অক্টোবর, শিলক ইউনিয়নে ২০ অক্টোবর, সরফভাটা ইউনিয়নে ২১ অক্টোবর, লালা নগর ইউনিয়নে ২২ অক্টোবর, হোসনাবাদ ইউনিয়নে ২৩ অক্টোবর নতুন ভোটাররা তাঁদের জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post