রামগড় স্থলবন্দর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি রামগড়ে বাংলাদেশ-ভারত মৈত্রি সেতু-১ নির্মাণ এর বিভিন্ন কাজের অগ্রগতি ১৭ মে পরিদর্শন করেন চট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো.আব্দুল মান্নান।

রামগড় স্থলবন্দরের বিভিন্ন চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভাগীয় কমিশনার মো.আব্দুল মান্নান বলেন-২০১৫ সালের ৬ জুন ঢাকা সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক আনুষ্ঠানিকতায় রামগড় স্থলবন্দর চালুর লক্ষ্যে ফেনী নদীর উপর রামগড়-সাব্রুম মৈত্রি সেতু ১ এর ভিত্তি প্রস্তর প্রতি স্থাপন আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন। যার ফলে দীর্ঘ দিনের আশা পুরন হতে যাচ্ছে রামগড় ফেনী নদীর উপর মৈত্রী সেতু-১। তিনি আরো বলেন রামগড়ে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ১নং সেক্টর এর অবদান স্বরুপ স্থল বন্দরটি পুরোদমে চালু হলে অত্র এলাকার অনেক বেকার সমস্যা সমাধান সহ পার্বত্য অঞ্চলের জনসাধারণের অনেকটা পরিবর্তনে খুলে যাবে অর্থনীতিসহ উন্নয়নের নতুন দ্বার।

এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক শংকর রঞ্জন সাহা, ৪৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাহে তস্তরী, জেলা সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী শাকিল মো. ফয়সাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, রামগড় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল সৈয়দ মো. ফরহাদ, ওসি তারেক মো. আবদুল হান্নান। এর আগে রামগড় পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের রেষ্ট হাউজে চট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ- ভারত এর বিভিন্ন বিভাগের উ”চপদস্ত কর্মকর্তাসহ জেলা ও উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post