লক্ষ্মীছড়ি কলেজে জোন কর্তৃক রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

শেয়ার করুন

স্টাফ রিপোর্ট: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি কলেজে জোন কর্তৃক রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে লক্ষীছড়ি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজের অডিটরিয়ামে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি। এছাড়াও লক্ষীছড়ি জোনের সেনা অফিসারগণ, কলেজের অধ্যক্ষ গোলাম মর্তুজা, লক্ষীছড়ি সরকারি কলেজ, প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়, লক্ষীছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জোন কমান্ডার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

লক্ষীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে লক্ষীছড়ি সরকারি কলেজ, লক্ষীছড়ি মডেল উচ্চ বিদ্যালয় এবং বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত রচনা প্রতিযোগিতায় লক্ষীছড়ি সরকারি কলেজের ৬৬ জন, লক্ষীছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের ৫২ জন এবং বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ৭৫ জন সর্বমোট ১৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রচনা প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার, লক্ষীছড়ি জোন ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে তিনি উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, নৈতিকতা ও মনোযোগী অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে মূল্যবান উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।

এধরনের শিক্ষামূলক, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক,নৈতিক ও সৃজনশীল বিকাশে লক্ষীছড়ি জোন নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও শিক্ষা, সামাজিক সচেতনতা ও যুবসমাজের ইতিবাচক উন্নয়নে লক্ষীছড়ি জোনের এ ধরনের ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।