লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর অভিযানে বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসী আটক

শেয়ার করুন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অধিন লক্ষ্মীছড়ি সেনা জোনের সেনাবাহিনীর বিশেষ অভিযানে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিদেশী অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন সশস্ত্র সন্ত্রাসীকেও আটক করেছে সেনাবাহিনী। ৭ সেপ্টেম্বর রবিবার সকালে গোপালঘাটিয়া ও নোয়াহাট এলাকায় পৃথক দুটি স্থানে এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনা সূত্রে জানা যায়, নোয়াহাট এলাকায় প্রথম অভিযানে একটি বাড়িতে তল্লাশী চালিয়ে ২৫-৩০টি ধারালো ছুরি, চাপাতি, কুড়াল ও দাঁ উদ্ধার করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও পরে গোপালঘাটিয়া এলাকায় দ্বিতীয় অভিযানে একজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১৯৯ রাউন্ড .২২ ক্যালিবারের গুলি, একটি ওয়াইন বোতল, দুটি পাসপোর্ট, ১৩টি মোবাইল ফোন, একটি পেনড্রাইভ, দা, ড্যাগার, চাবুকের চেইন, রাবার স্টিক, রাইফেলের বাটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃত সন্ত্রাসীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিকটস্থ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সেনাবাহিনী।  লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল মো: তাজুল ইসলাম জাানান, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।