লক্ষ্মীছড়িতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাে র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে এক পথসভায় সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা বিএনপি’র সভাপতি মো: ফোরকান হাওলাদার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন।

এছাড়াও উপজেলা বিএনপির বিএনপির সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: সামশুল ইসলাম, মো: রেজাউল করিম উপস্থিত ছিলেন। এসময় উপজেলা বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দিবসটির তাৎপর্যের উপর বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, আজকের এই দিন সকল নেতা-কর্মীদের উজ্জ্বীবিত হওয়ার দিন। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূইয়াকে ঐক্যবদ্ধ থেকে বিজয়ী করার আহবান জানান।