লক্ষ্মীছড়িতে জাতীয় যুব দিবসের র‌্যালি ও আলোচনা সভা

 লক্ষ্মীছড়িতে জাতীয় যুব দিবসের র‌্যালি ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর বুধবার সকালে যুব র‌্যালী, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে৷
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া  সভাপতিত্বে করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বক্তারা বলন,যুবরাই দেশের প্রাণশক্তি। যুবদের ওপর দেশের অনেক কিছু নির্ভর করে। মাননীয় প্রধানমন্ত্রী যুবক যুবতীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে সকলের নজর দেওয়া প্রয়োজন। যুবসমাজের কর্মযজ্ঞের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। চাকুরীর পিছনে না ঘুরে প্রশিক্ষণ নিয়ে উদ্যেগতা হওয়ার আহবান জানান।
পরে  বেকার যুবক- যুবতীর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post